বুধবার, ২৯ জানুয়ারী, ২০১৪

সহজেই Root এবং Unroot আপনার প্রিয় এন্ড্রয়েড ডিভাইসটি...

আশা করি সবাই খুব ভালো আছেন।এখন মাত্র একটি সফটওয়্যার দিয়েই কোন কম্পিউটার ছাড়াই আপনার ফোন কে Root এবং Unroot করুন খুব সহজেই।
Expert রা দয়া করে ধৈর্য নিয়ে পড়ুন, শেষে চমক আছে।
টিউন টি মূলত নতুন ইউজারদের জন্য যারা এখনও Root / Unroot করতে পারেন না। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম “Framaroot” । অনেকেই হয়তো এটার সাথে পূর্বপরিচিত । Framaroot বর্তমানে 2.0 থেকে 4.2 Android ভার্সন ফোন সমর্থন করে । এ ছাড়া আমরা জানি যে ফোন একবার রুট করলে ফোন এর ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফোন কোম্পানি এর ওয়ারেন্টি দিবে না । কিন্তু Framaroot দিয়ে রুট করলে পরবর্তীতে রুট করা ফোন আনরুট করা যায়, যেটা পরবর্তীতে আপনার ফোনের ওয়ারেন্টি পাওয়ার পথে কোন সমস্যা করে না । তবুও বলে রাখি, যা করবেন নিজ দায়িত্বে করবেন ।
কম্পিউটার ছাড়া ফোন রুট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ঃ
ধাপ 1: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে “Framaroot” অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন ।
ডাউনলোড করতে  এখানে   ক্লিক করুন ।
ধাপ 2: যদি কম্পিউটার এ ডাউনলোড করে থাকেন তাহলে Framaroot কম্পিউটার থেকে আপনার ফোন মেমরিতে কপি করে নিন ।
ধাপ 3 : Framaroot.apk ফাইলটি আপনার ফোন এ Install করুন ।
ধাপ 4 : অ্যাপ্লিকেশানটি open করে নিচের মত “Install Superuser” option select করুন । তারপর নিচের মত যে কোন একটা exploits (Boromir / Faramir ) select করুন।

আমাদের দেশ এর বেশিরভাগ সেট symphony, Walton, Maximus and other Chaina handset তাই আপনারা Boromir select করবেন ।
ধাপ 5 : আপনি সফল হলে নিচের মত একটা মেসেজ দেখাবে ।

ধাপ 6: এরপর আপনার ফোন কে  Reboot অথবা Restart করতে হবে ।  Reboot করার পর আপনার ফোন মেনু তে "SuperSu" নামে একটি নতুন App যোগ হবে।
ধাপ 7 : সফল না হলে অন্য expoilt ( Faramir ) select করে  আবার একই পথ অনুসরণ করুন ।
রুট সফল হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য “Root Cheker” app টা ইন্সটল করুন ।
নিচের মত দেখালে বুঝবেন আপনি সফল হয়েছেন ।

“Root Checker” app টা ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন ।
এবার আসুন আনরুট করার পদ্ধতি তে। পদ্ধতিটা খুবই সহজ। Framaroot app টা ওপেন করে “Install Superuser” এ ক্লিক করলে “Unroot” অপশন সিলেক্ট করুন । তাহলেই হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত Unroot । :lol:
পরবর্তী পোষ্ট এ লিখব কিভাবে আপনার মোবাইলের RAM বাড়ানো যায়। RAM বাড়াতে  হলে আগে জানতে হবে কিভাবে ফোন Root / Unroot করতে হয়। এই কারনেই এই পোষ্ট টি লেখা ।
বি:  দ্র  ঃ  এই পোষ্ট টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো ফেসবুক এ অথবা ফেসবুক ২ এআছিই ।

যাদের Android ফোনের RAM কম তাদের জন্য, বাড়িয়ে নিন আপনার Android ফোনের RAM.

আশা করি সবাই খুব ভালো আছেন। কি অবাক হলেন??? অবাক হওয়ার কিছুই নেই । Virtual জগতে সবই সম্ভব।  আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর RAM বাড়াতে পারবেন শুধু মাত্র দুইটি সফটওয়্যার দিয়েই ।
প্রথমে জেনে নিন আপনার ফোন এর RAM কেন বাড়াবেন? RAM যত বেশি হয় ফোন তত দ্রুত গতিতে কাজ করতে পারে। RAM বেশি থাকলে খেলতে পারবেন দারুণ সব বড় বড় HD গেমস । কথা না বাড়িয়ে কাজে চলে আসি। RAM বাড়াতে আপনার যা যা লাগবে :
প্রথমত, 1 টা Class 8 / 10 Micro SD Card (নুন্যতম 8MBPS স্পীড থাকতে হবে) ,
দ্বিতীয়ত, 2 টা Apps (Busy Box Pro apps এবং Ram Expender).
RAM বাড়াতে হলে আপনার ফোনটি অবশ্যই Root করে নিতে হবে। ফোন কিভাবে রুট করতে হয় তা জানতে আমার পূর্বের টিউনটি দেখুন।
টিউনটি দেখতে  এখানে ক্লিক করুন ।
তবে চলুন এবার দেখি কিভাবে কাজ করবেন।
ধাপ 1 . ১ম এ “Busy Box Pro” app টা ডাউনলোড করে আপনার সেটে ইন্সটল করুন ।
“Busy Box Pro” ডাউনলোড করতে  এখানে ক্লিক করুন ।
তারপর app  টি ওপেন করুন । ওপেন হবার পর নিচের মত দেখতে পাবেন ।

ধাপ 2.  Install লেখা অপশন এ টাচ করে ক্লিক করুন । Install Type এ Normal Install ক্লিক করুন । Super User permission চাইলে Grant /Accept করুন । Installকরা শেষ হলে বের হয়ে যান।
ধাপ  3. এখন আপনাকে “Ram Expander” app টা নিয়ে কাজ করতে হবে।
"Ram Expander" ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন । Super User permission চাইলে Grant / Accept করুন ।
ধাপ  4.  এখন  “Swap File” লেখা অপশনে ক্লিক করুন । Swap File তৈরির আগে app টির Settings এর “ SD CARD Director” তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে app নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে।
ধাপ  5.  Swap File এ ক্লিক করলে একটা বক্স আসবে এখানে কত mb RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয়, খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না । যদি আপনার সেটের RAM 512mb হয় তাহলে আপনি 512 mb / 1GB RAM বাড়াতে পারবেন ।

আপনার মেমোরি কার্ড যদি 4 জিবি হয় তবে সর্বচ্চ 512 আর 8 জিবি হলে সর্বচ্চ 850 সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন ।
ধাপ  6.  "Swappiness" লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন । আপনি 0 থেকে 100 যেকোন মান ব্যবহার করতে পারেন। 0 দিলে মেমরি কার্ড RAM হিসাবে ব্যবহার হবে না । মান যত বাড়াবেন RAM তত বেশি বাড়বে। আমি 50 বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি।

ধাপ  7. MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন, 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো হয়ে যেতে পারে। এটি কখনও আসতে পারে, আবার নাও পারে ।
ধাপ  8. এবার এপসটির উপরে "Swap active" লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে । এই সময়ে অন্য কোন কাজ করবেন না । এ সোয়াপ ফাইল তৈরি হলে আপনার RAM বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত RAM হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে।

ধাপ  9. কাজ শেষ হলে SD Card এর স্পিড দেখাবে । এবার app টি Close করে বের হয়ে যান । এখন "Notify Icon" ও "Autorun" অপশন 2 টায় টিক দিয়ে দিন । এইতো আপনার সব কাজ শেষ ।

App টির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে । আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে, Swap RAM কত আর কতটুকু খালি আছে আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন এখানে । সবশেষে দেখতে পাবেন মোট RAM কত আর কতটুকুই বা খালি আছে।
সতর্কতা  :
1. Class 8 / 10 Memory Card ছাড়া RAM বাড়ানো যাবে না, আপনি যদি বাড়ানও তাতে কোন উপকার হবে না।
2. সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না।
3. মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না।
4. সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর app টিতে ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে ।

5. এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া। তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার ।
আমার পরবর্তী টিউনে আমি আপনাদের দেখাবো কিভাবে Android ফোন এ ROM ব্যাকআপ এবং Restore করতে হয়। ততদিন
পর্যন্ত ভালো থাকবেন ।
বি:দ্র  ঃ
এই পোষ্ট টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের মন্তব্য বিভাগে। আর আমি তো ফেসবুক এ অথবা ফেসবুক ২ এ আছিই ।

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

ফেবূ,টুইটার,গুগোল প্লাস এ লাইক বাড়ান অথবা নিয়ে নিন কিছু ইউরো শুধু লাইক দিয়ে......

আপনি কি আমার মতই ফেসবুক/টুইটার/গুগল প্লাস ভালবাসেন?পছন্দ করেন বেশি বেশি লাইক পেতে?তাহলে দেরি না করে এখনি এই সাইটে সাইন আপ করেনিন।আর লাইক করে পয়েন্ট জমান।তারপর খালি আপনার পেইজের লিংক দিয়ে দেখেন।ঝড়ের গতিতে পেজ এ লাইক পরতে থাকবে।তবে মনে রাখবেন, যতবেশি পয়েন্ট অর্জন করবেন,আপনিও ততবেশি লাইক পাবেন। আপনি চাইলে পয়েন্ট বিক্রি করে টাকা ইনকাম করতেও পারবেন। এজন্য আপনার পেজা একাউন্ট থাকতে হবে। তাহলে দেরি না করে এখনি রেজিস্ট্রেশন করুন আর পয়েন্ট নেয়া শুরু করে দিন।মনে রাখবেন যত বেশি পয়েন্ট তত বেশি লাইক অথবা ইউরো। নিচের ডায়াগ্রামে সহজে বুঝানো হল। আপনি যোগ দিতে চাইলে এখান থেকে অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করতে পারেন।

  রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।