সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার রুটেড এন্ড্রয়েড ফোন বার বার রিস্টার্ট নিচ্ছে? চালু করতে পারছেন না? তাহলে এই পোষ্ট আপনার জন্য

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি এন্ড্রয়েড ফোনের একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি।
এন্ড্রয়েড সম্পর্কিত আমার প্রথম পোষ্টটি পেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন...

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি 

যারা ফোন রুট করেছেন, এবং যাদের ইন্টারনাল মেমোরী কম তারা প্রায় সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। তা হল Memory is too low বলে ফোন বার বার রিস্টার্ট নিতে থাকে।
এর মূল কারন হল ইন্টারনাল মেমরী কমে যাওয়া, আর যারা App to SD ব্যবহার করেন, তারা তো প্রায় সব এপকেই সিস্টেম এপ এ কনভার্ট করে ফেলেন, এতে যদি সিস্টেম মেমোরী ফুল হয়ে যায়, তাহলেও এই সমস্যা হয়।
যাই হোক, এখন কাজের কথায় আসি, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য অনেকে রিকভারির সাহায্য নিয়ে নতুন রম ফ্লাস দেন, অথবা স্টক রমে ফিরে যান। কিন্তু যাদের CWM রিকভারি নেই অথবা যাদের Symphony W15 এর মত সরাসরি রিকভারি মোডে যাওয়ার সিস্টেম নাই তারা কি করবেন? কাস্টমার কেয়ারে দৌড়ানো ছাড়া আর কোন পথ নাই। :lol:
তাদের জন্যই মুলত আজকের এই পোষ্ট, বকবকানী মনে হয় বেশি হয়ে গেল... :lol:
এবার মুল কাজে আসি............
প্রথমে এখান থেকে এন্ড্রয়েড ড্রাইভার ডাউনলোড করে নিন, যদি আপনার ADB Driver থেকে থাকে তাহলে লাগবে না।
আপনার ফোনটি চালু অথবা বন্ধ যে অবস্থায় থাকুক পিসিতে কানেক্ট করুন। ADB DriverInstaller.exe চালু করুন।তারপর যদি ড্রাইভার ইন্সটল করা থাকে তো ভালো, আর না হলে এরকম দেখাবে...



এবার Install এ ক্লিক করুন। ওয়ার্নিং দেখাবে কন্টিনিউ করুন,


কিছু সময় অপেক্ষা করুন,


আপনার ফোন এর ড্রাইভার ইন্সটল সম্পন্য হলে ড্রাইভার ইন্সটলার টি বন্ধ করে ফোন পিসি থেকে ডিস্কানেক্ট করুন।
এখান থেকে এন্ড্রয়েড মাল্টিটুল ডাউনলোড করুন। ZIP Password = shagar
আপনার ফোন ফাস্টবুট মোডে অন করুন, এর জন্য ফোন বন্ধ অবস্থায় পাওয়ার এবং ভলিউম ডাউন (Power and Vol - ) কী এক সাথে চেপে ধরুন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন আপনার ফোনে Fastboot Mode লেখাটি এসেছে।
এবার ফোনটি আবার পিসির সাথে কানেক্ট করুন। আপনার ডাউনলোড কৃত এন্ড্রয়েড মাল্টি টুল ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।


সেখান থেকে Android Multi Tools By SK Shagar.exe ওপেন করুন তাহলে এরকম দেখতে পাবেন।


কমান্ড স্ক্রীনে ১ প্রেস করে এন্টার দিন, যদি এরকম সিরিয়াল দেখায়, তবে আপনার ফোনটি কাজ করার উপযুক্ত।


এবার ৮ প্রেস করে এন্টার দিন, কিছু সময় অপেক্ষা করুন, Success Message দেখালে ফোন রিস্টার্ট দিন।
আপনার প্রব্লেম সলভড...... :D

আর কোন সমস্যা হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ...

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন