সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪

আপনার রুটেড এন্ড্রয়েড ফোন বার বার রিস্টার্ট নিচ্ছে? চালু করতে পারছেন না? তাহলে এই পোষ্ট আপনার জন্য

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি এন্ড্রয়েড ফোনের একটা কমন সমস্যার সমাধান নিয়ে এসেছি।
এন্ড্রয়েড সম্পর্কিত আমার প্রথম পোষ্টটি পেতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন...

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি 

যারা ফোন রুট করেছেন, এবং যাদের ইন্টারনাল মেমোরী কম তারা প্রায় সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। তা হল Memory is too low বলে ফোন বার বার রিস্টার্ট নিতে থাকে।
এর মূল কারন হল ইন্টারনাল মেমরী কমে যাওয়া, আর যারা App to SD ব্যবহার করেন, তারা তো প্রায় সব এপকেই সিস্টেম এপ এ কনভার্ট করে ফেলেন, এতে যদি সিস্টেম মেমোরী ফুল হয়ে যায়, তাহলেও এই সমস্যা হয়।
যাই হোক, এখন কাজের কথায় আসি, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য অনেকে রিকভারির সাহায্য নিয়ে নতুন রম ফ্লাস দেন, অথবা স্টক রমে ফিরে যান। কিন্তু যাদের CWM রিকভারি নেই অথবা যাদের Symphony W15 এর মত সরাসরি রিকভারি মোডে যাওয়ার সিস্টেম নাই তারা কি করবেন? কাস্টমার কেয়ারে দৌড়ানো ছাড়া আর কোন পথ নাই। :lol:
তাদের জন্যই মুলত আজকের এই পোষ্ট, বকবকানী মনে হয় বেশি হয়ে গেল... :lol:
এবার মুল কাজে আসি............
প্রথমে এখান থেকে এন্ড্রয়েড ড্রাইভার ডাউনলোড করে নিন, যদি আপনার ADB Driver থেকে থাকে তাহলে লাগবে না।
আপনার ফোনটি চালু অথবা বন্ধ যে অবস্থায় থাকুক পিসিতে কানেক্ট করুন। ADB DriverInstaller.exe চালু করুন।তারপর যদি ড্রাইভার ইন্সটল করা থাকে তো ভালো, আর না হলে এরকম দেখাবে...



এবার Install এ ক্লিক করুন। ওয়ার্নিং দেখাবে কন্টিনিউ করুন,


কিছু সময় অপেক্ষা করুন,


আপনার ফোন এর ড্রাইভার ইন্সটল সম্পন্য হলে ড্রাইভার ইন্সটলার টি বন্ধ করে ফোন পিসি থেকে ডিস্কানেক্ট করুন।
এখান থেকে এন্ড্রয়েড মাল্টিটুল ডাউনলোড করুন। ZIP Password = shagar
আপনার ফোন ফাস্টবুট মোডে অন করুন, এর জন্য ফোন বন্ধ অবস্থায় পাওয়ার এবং ভলিউম ডাউন (Power and Vol - ) কী এক সাথে চেপে ধরুন। কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন আপনার ফোনে Fastboot Mode লেখাটি এসেছে।
এবার ফোনটি আবার পিসির সাথে কানেক্ট করুন। আপনার ডাউনলোড কৃত এন্ড্রয়েড মাল্টি টুল ডেস্কটপে এক্সট্রাক্ট করুন।


সেখান থেকে Android Multi Tools By SK Shagar.exe ওপেন করুন তাহলে এরকম দেখতে পাবেন।


কমান্ড স্ক্রীনে ১ প্রেস করে এন্টার দিন, যদি এরকম সিরিয়াল দেখায়, তবে আপনার ফোনটি কাজ করার উপযুক্ত।


এবার ৮ প্রেস করে এন্টার দিন, কিছু সময় অপেক্ষা করুন, Success Message দেখালে ফোন রিস্টার্ট দিন।
আপনার প্রব্লেম সলভড...... :D

আর কোন সমস্যা হলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ...

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

বিশ্বের সবচেয়ে দামি ৫টি মোবাইল ফোন

বিশ্বের ব্যয়বহুল মোবাইল ফোন নির্মানকারী প্রতিষ্ঠান এ্যাপল এর সর্বোচ্চমূল্যের বিলাসবহুল আইফোন গুলো নিয়ে আমার এই টিউন।
iPhone Princess Plus
এটি দামি মোবাইল ফোন গুলোর মধ্যে অন্যতম। পিটার্ণ এ্যালোসন ফোনটির ‍ডিজাইন করেছেন। আইফোন প্রিন্সেস+ এ আছে ১৮ক্যারেট হোয়াইট গোল্ড এবং রুডিয়াম ট্রিম। রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু। গোল্ড এর পাশাপাশি এতে আছে ১৩৮ টি প্রিন্সেস কিউট এবং ১৮০ টি ব্রিলিয়ান্ড ডায়মন্ড। এর বাজার মূল্য : ১,৩৬,৬৫,৭০৮.০০ টাকা
Price: $176,400
iPhone 3G Kings Button:
কিং বাটন এরও ডিজাইন করেছেন পিটার্ন আলোস।পিটার্ন আলোস বিলাসবহুল ফোন এর ডিজাইন করে রীতি মতো বেশ কয়েকটি রেকর্ড গড়ে তুলেছে। এই ফোনটিতে তিনি ব্যবহার করেছেন ১৮ক্যরেট সাদা সোনা এবং হলুদ ও রোজ সোনা। ফোনটির বাটনে আছে ৬.৬ ক্যারেট ডায়মন্ড। এটির মূল্য
১৯,৩৩,০০০০০.০০টাকা
Price: $2.5 Million

iPhone 4 Diamond Rose Edition:
এটি বর্তমানে বিশ্বের দামি মোবাইলফোন গুলোর কাতারে ২য় স্থান দখল করে আছে। স্টুয়ার্ড হুগাস এটির ডিজাইন করেছেন। এটি রোজ গোল্ড, ডায়মন্ড এবং প্লাটিনাম দ্বারা তৈরি। এতে ১০০ ক্যারেট ডায়মন্ড আছে। সামনের সরু ফ্রেম, বাটন এবং লগোটি সাজাতে ৫০০পিছ ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। এর মূল্য:
৬১,৯৭,৬০,০০০.০০টাকা
Price: $8 Million
iPhone 5 Black Diamond
বর্তমান-বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন আইফোন ৫ ব্লাক ডায়মন্ড। এর বিস্ময়কর ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার স্টুয়ার্ড হুগাস । এই ফোনটিতে আছে ২৬ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পিছনের অংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং এ্যাপল লোগো টি ৫৩টি ডায়মন্ড দ্বারা সাজানো। এটির স্ক্রিন টি Sapphire Glass দ্বারা তৈরি। এটির হোম বাটনটি ২৬ ক্যারেট ৬০০ ব্ল্যাক ডায়মন্ড দিয়ে সাজানো। এতে ১৩৫ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ন আছে।
এই বিলাসবহুল ফোনটির বাংলাদেশী টাকায় মূল্য:
১১৮,৫২,৯১,০০০.০০টাকা।
Price: $15.3 Million
ভালো লাগলে কমেন্ট করতে ভূলবেন না।
পোস্টটি এখান থেকে কপি কৃত।

Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি

আজ আমি আপনাদের জন্য Symphony W15 এর কাষ্টম জেলী বিন রম নিয়ে এসেছি... :lol:
এজন্য অবশ্যই আপনার ফোন টি রুটেড হতে হবে। রুট কিভাবে করতে হবে তা নিয়ে টেকটিউনস এ অনেক পোষ্ট আছে, তারপরও অনেকে আমাদের দেশীয় ব্র্যান্ড গুলো রুট করতে গিয়ে বিপাকে পড়েছেন। তাদের জন্য বলছি আপনার রুট করার জন্য Unlockroot ব্যবহার করতে পারেন।
এই সফটটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এন্ড্রয়েড এর জন্য পিসিতে ADB Driver থাকতে হবে, তা এখান থেকে ডাউনলোড করে নিন।
ড্রাইভার ইন্সটলের জন্য ফোনের ইউ এস বি ডিবাগিং চালু করে পিসির সাথে কানেক্ট করুন, এরপর Adbdriver Installer ওপেন করে ইন্সটল দিন, হয়ে গেল ড্রাইভার ইন্সটল, তারপর Unlock root চালু করে Root এ ক্লিক করুন, কিছু সময় পরে ফোন রিস্টার্ট চাইবে, দিয়ে দিন। রিস্টার্ট হওয়ার পরই আপনার ফোন রুটেড......... :mrgreen:
এবার রিকভারী ইন্সটল দেয়ার পালা, এই লিঙ্ক থেকে আপনার Symphony W15 এর জন্য CWM রিকভারী নিয়ে নিন, মাত্র ৭ মেঃবাঃ।
এটা ইন্সটল এর জন্য Mobile Uncle Tool প্রয়োজন হবে। এখান থেকে অথবা গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।
রিকভারী টি আপনার মেমোরির রুট ফোল্ডারে রাখুন, এবার Mobile Uncle Tool ওপেন করে Recovery Update সিলেক্ট করুন। এতে আপনার মেমোরিতে থাকা ফাইলটি দেখাবে। ওটা সিলেক্ট করে ওকে দিন। এরপর Reebot Into Recovery দিন।নিচে স্ক্রীন শর্ট দেখুন......






পেয়ে গেছেন আপনার ফোনের জন্য CWM রিকভারী। আপনার স্টক রম ব্যাক আপ রাখতে ভুলবেন না। :lol:
এখন মুল কাজ......
আপনার ফোনের জন্য কাস্টম জেলী বিন রম ডাউনলোড করুন। ওহ, লিঙ্ক দেই নাই, ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নিন, মাত্র ১০৭ এম বি।
এবার আপনার ডাউনলোড করা ফাইল টি মেমোরির রুট ফোল্ডারে রেখে Mobile Uncle Tool এর সাহায্যে Recovery mood এ যান (আমার জানা মতে Symphony w15 এ সরাসরি রিকভারীতে প্রবেশ করা যায় না, কেউ জানলে আওয়াজ দিয়েন :lol: )।
এবার Install Zip From SD Card সিলেক্ট করুন। আপনার জিপ ফাইলটি দেখিয়ে দিয়ে কনফার্ম করুন। ২ মিনিট অপেক্ষা করুন, হ্যা আপনি পেরেছেন আপনার Symphony W15 কে জেলী বিনে রুপান্তরিত করতে। আপনার ফোনের কিছু স্ক্রীন শর্ট দেখি তো.........





রম ইন্সটল প্রক্রিয়ার স্ক্রীন শর্ট দিতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আমি জানি আপনারা সবাই পারবেন। :D :D :D
পোষ্ট কেমন লাগল মন্তব্য করে জানাবেন। কারো যদি কাজে আসে তবেই এই পোষ্ট সার্থক। আর পুর্বে কেউ এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত, আমি সার্চ দিয়ে পাইনি। ভালো থাকবেন সবাই, আর কারো প্রয়োজন হলে আমার এফ বি আইডি এখানে। ধন্যবাদ...।